লকডাউন কর্মসূচি ঘিরে

ঢাবির পাঁচ ভবনে তালা ঝুলিয়ে দিল নিষিদ্ধ ছাত্রলীগ

Sadek Ali
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১:০০ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:০০ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীতে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি একাডেমিক স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালাগুলো খুলে দেয় বলে নিশ্চিত করেছেন ঢাবির অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল এবং বিজ্ঞান ভবনের মূল প্রবেশপথে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনার পর রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তালা লাগানো সেই স্থাপনাগুলোর ছবি ছড়িয়ে পড়ে। কিছু রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকেও এ সংক্রান্ত পোস্ট দেওয়া হয়, যেখানে ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: ‘আওয়ামী লীগ ও দোসরদের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ুন’: সম্মিলিত ছাত্র সংসদের বিবৃতি

এই বিষয়ে জানতে চাইলে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি সত্য। সকালে তালাগুলো অপসারণ করা হয়েছে। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের বিষয়ে আমরা ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি।” তিনি আরও জানান, তালা লাগানোর ঘটনা তদন্ত করা হবে। প্রক্টর অফিস এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: নিষিদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: সাদিক কায়েম

এদিকে ক্যাম্পাসে তালা দেওয়ার বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকের মত, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার উদ্যোগ উদ্বেগজনক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি আরও বাড়ানো হয়েছে।