জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:২০ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবস উদযাপনকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি ও উন্নয়নমূলক কাজের কারণে দর্শনার্থীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

রোববার (৭ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান। তিনি জানান, শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে স্মৃতিসৌধের ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিক নেতা শওকত মাহমুদ গ্রেফতার, গোয়েন্দা নজরদারিতে আরও ২৯ জন

নোটিশে বলা হয়েছে, ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৯ দিন সকল দর্শনার্থীদের জন্য স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ থাকবে। রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি ও উন্নয়ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, সাময়িক এই অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং দর্শনার্থীদের সহযোগিতা কামনা করেছে।

আরও পড়ুন: এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়