কলেজ হোস্টেলে বহিরাগতদের নিয়ে চলছে গাজা সেবন, ‘নীরব’ অধ্যক্ষ!

Sadek Ali
আমানুল্লাহ আমান, রাজশাহী
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:৩১ পূর্বাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহী কলেজ হোস্টেলে বহিরাগতদের নিয়ে এসে গাজা সেবন করেছেন মো. রাব্বি শেখ নামে এক শিক্ষার্থী। শনিবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে মুসলিম ছাত্রাবাসের ‘ই’ ব্লকের ১০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা বহিরাগত দুজনসহ তিনজনকে আটক করলেও কলেজ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এসব ব্যপারে মুখে কুলুপ এটেছে কলেজ প্রশাসন। 

জানা গেছে, অভিযুক্ত রাব্বি রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী। তিনি কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে যেতেন। রাব্বি ছাত্রদলের কর্মী বলে জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। সেই প্রভাব খাটিয়ে তিনি বেপরোয়াভাবে চলাফেরা করতেন বলে শিক্ষার্থীদের অভিযোগ। 

আরও পড়ুন: শিক্ষকরা কেবল পাঠদান নয়, ভবিষ্যৎ নির্মাণেও ভূমিকা রাখেন: ডুয়েট উপাচার্য

কলেজটির শিক্ষার্থীরা জানান, শনিবার রাতে বহিরাগত দুজনকে এনে গাজা সেবন করছিলেন রাব্বি। এসব গাজার গন্ধ পেয়ে তারা ওই রুমে আসেন। হাতেনাতে তাদের গাজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। এ সময় খবর দেওয়া হয় হোস্টেল সুপারকে। তবে কলেজ প্রশাসনের কেউ তৎক্ষণাৎ সেখানে আসেননি। এ সুযোগে বহিরাগত দুজন সটকে পড়েন। প্রায় দেড় ঘণ্টা পর কলেজ প্রশাসনের এক ব্যক্তি সেখানে যান। তবে রাব্বির ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, রাব্বি কলেজ ছাত্রদলের আহবায়ক আবিরের সাথে চলাফেরা করত এবং ছাত্রদলের কর্মসূচিতে যেত। ছাত্রদল কর্মী পরিচয়ে হোস্টেলে ও কলেজের তার চলাফেলা ছিল বেপরোয়া। সেই প্রভাবে বহিরাগত এনে গাজা সেবন করছিল রাব্বি। তবে তাকে হাতেনাতে ধরা হলেও কলেজ প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হোস্টেল সুপার রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এসব ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ ও ছাত্রাবাসে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে আ'লীগ নেতার বোনের বাড়িতে ২৩ তাজা ককটেল উদ্ধার, ভাগ্নিজামাই আটক

এ ব্যাপারে জানতে কলেজটির হোস্টেল সুপার ড. আবুল মজন চৌধুরীর সঙ্গে যোগযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। এছাড়া কল রিসিভ করার পর সাংবাদিক পরিচয় শুনেই ‘ব্যস্ত আছি’ বলে ফোন কেটে দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর যহুর আলী। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। 

আর রাব্বির ছাত্রদলের সাথে সম্পৃক্ততার ব্যাপারে সংগঠনটির রাজশাহী কলেজ শাখার আহবায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, রাব্বি রাজশাহী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী, তবে সে রাজশাহী কলেজ ছাত্রদল ইউনিটে রাজনীতি করে না। কলেজের শিক্ষার্থী হিসেবে আমাদের কিছু প্রোগ্রামে সে মাঝে মাঝে উপস্থিত ছিল, এর বেশি নয়।

আবির আরও বলেন, শনিবার রাতের ঘটনার বিষয়ে আমি আগে অবগত ছিলাম না; একজন সাংবাদিকের মাধ্যমে বিষয়টি জানতে পারি। যদি অভিযোগটি সত্য প্রমাণিত হয়, তাহলে আমি দাবি জানাব যে, হোস্টেল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যথাযথ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না।