বিজয়নগরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় শনিবার গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র, গ্রাহকদের সঞ্চয় হিসাবের খাতা, ঋণ সংক্রান্ত ফাইল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের ধারণা. দূর্বৃত্তরা ব্যাংকের জানালার গ্রিল ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ব্যাংকের ভেতরে অবস্থানরত প্রহরী হঠাৎ ধোঁয়ার গন্ধ পেয়ে বিষয়টি টের পান। তিনি দ্রুত বাইরে বেরিয়ে চিৎকার দিলে আশপাশের দোকানদার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং খবর দেন ফায়ার সার্ভিসে। খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যাংকের ভেতরের কাঠের আসবাব, কম্পিউটার, ফাইলসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়। গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বলেন, “রাতের বেলা কে বা কারা জানালা ভেঙে আগুন দিয়েছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এতে আমাদের বহু গুরুত্বপূর্ণ ফাইল ও গ্রাহকদের হিসাব বই পুড়ে গেছে। ব্যাংকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।”তিনি আরও জানান, আগুন লাগার পরপরই স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও পুলিশকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ
ঘটনার খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি নাশকতা নাকি দুর্ঘটনা—তা নিশ্চিত করা যায়নি।স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, এটি পূর্বপরিকল্পিত অগ্নিসংযোগ হতে পারে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





