নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৩
নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন নরসিংদী জেলা পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার আটক ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা বাসে আগুন
আটককৃতরা হলেন, সিলেটের জাফরগঞ্জ থানার ফয়জুল হকের ছেলে জয়নুল ইসলাম (৩০), নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন পৌলানপুর গ্রামের জামান মিয়ার স্ত্রী নাসিমা আক্তার (৩০) ও নরসিংদী পৌর শহরের তরোয়া এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে মো. সাফি (৪৭)। এসময় তাদের কাছ থেকে পৃথকভাবে মোট ৫৫৫ (পাঁচশত পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রায়পুরা থানাধীন মাহমুদাবাদ এলাকায় রায়পুরা থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনাকালে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির একটি দল রাত সাড়ে ৮ টার দিকে মাধবদীর পৌলানপুর এলাকা হতে মাদক ব্যবসায়ী নাসিমাকে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। অন্যদিকে ডিবির আরেকটি দল একই সময় পৌর শহরের তরোয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাফিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: অস্ত্রধারী সন্ত্রাসী দেখা মাত্র এসএমজি দিয়ে ব্রাশফায়ারের নির্দেশ দিলেন সিএমপি কমিশনার
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, অস্ত্র ও মাদক উদ্ধার, চুরি-ডাকাতি-ছিনতাই রোধ এবং সন্ত্রাসীদের গ্রেফতার করতে নরসিংদী জেলা পুলিশ বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন। এরই ধারাবাহিকতায় পুলিশেট বিভিন্ন ইউনিট নরসিংদীর পৃথক স্থানে অভিযান চালিয়ে মোট ৫৫৫ (পাঁচশ পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত তিনজনই চিহ্নিত মাদক কারবারি। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।





