ভিপি সাদিক কায়েম : ‘ভাই হয়ে থাকব, ছাত্র হয়েই পরিচয় দেব’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন শিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সাদিক কায়েম। নির্বাচনে জয় পাওয়ার পর তিনি শিক্ষার্থীদের ভাই এবং শিক্ষকদের ছাত্র হয়ে পরিচয় দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,
আরও পড়ুন: ডাকসুতে প্রার্থীরা কে কত ভোট পেলেন
জয়-পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে আসলে শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছেন। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আমাদের ওপর যে নেতৃত্বের আমানত রেখেছেন, আমরা সেই দায়িত্ব পালন করব। স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত কাজ করব। আমি ভিপি নয়, বড় ভাই, বন্ধু, ছাত্র হিসেবেই পরিচয় দিতে চাই।
আরও পড়ুন: শিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস
সব ধর্ম-বর্ণের শিক্ষার্থীদের নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সাদিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ইনস্টিটিউটে পরিণত করব। শিক্ষার্থীদের আবাসন, খাদ্য, স্বাস্থ্যসেবা ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমাদের যেকোনো ভুল সিদ্ধান্তে সহযোদ্ধারা পরামর্শ দেবেন—এমনটাই আশা করি।”
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
২২ নম্বর ব্যালটে ভিপি পদে ১৪ হাজার ৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাদিক কায়েম। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট।