ইউল্যাব কেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ফরহাদের

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২:০০ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩৭ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে সাংবাদিক ও স্বাধীন পর্যবেক্ষকদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোট চলাকালীন সময়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।

আরও পড়ুন: ডাকসু ভোটে কারচুপির অভিযোগ আনলেন ভিপি প্রার্থী আবিদ

ফরহাদ জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ (ইউল্যাব) কেন্দ্রে গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের প্রবেশের সুযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, “কিছু সংগঠনের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হলেও ছাত্রদলের এজেন্টদের রাখা হয়েছে। যেখানে সাংবাদিক ও পর্যবেক্ষককে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেখানে ভেতরে কী হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। পরে অভিযোগ করার পর মিডিয়ার প্রবেশের অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন: ডাকসু নির্বাচনের ভোট গণনা শুরু

তিনি আরও অভিযোগ করেন, উদয়ন স্কুল ও টিএসসি কেন্দ্রের আশপাশে ভোটের দিন সকাল থেকেই আচরণবিধি লঙ্ঘন হয়েছে। “১০০ মিটারের ভেতরে ছাত্রদল লিফলেট বিতরণ করেছে। প্রশাসনকে জানালেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বলেন ফরহাদ।

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

নির্বাচনে ৩৯ হাজার ৮৭৪ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ ভোটার রয়েছেন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এছাড়া ১৮টি হলে ১৩টি করে মোট ২৩৪টি পদে লড়ছেন আরও ১ হাজার ৩৫ প্রার্থী। সবমিলিয়ে একজন ভোটারকে ৪১টি পদে ভোট দিতে হচ্ছে।