হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

ভিসির বাসভবনের সামনে ঢাবি শিক্ষার্থীদের রাতভর অবস্থান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪৫ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের ঘোষণার প্রতিবাদে তিন দফা দাবিতে শনিবার (২২ নভেম্বর) রাতভর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন কয়েকজন আবাসিক শিক্ষার্থী। হঠাৎ করে বিশ্ববিদ্যালয় ১৫ দিনের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের পরই শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।

শিক্ষার্থীদের অভিযোগ—ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সঠিক ভূমিকা রাখছেন না। তাদের দাবি, আকস্মিকভাবে নেওয়া এই সিদ্ধান্তে তৃতীয় কোনো পক্ষের প্রভাব থাকতে পারে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি হল পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা

উল্লেখ্য, ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিকে ‘জরুরি অবস্থা’ হিসেবে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন শনিবার রাতে ঘোষণা দেয় যে, ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পাশাপাশি রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে সব আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়।

হল বন্ধ ঘোষণার বিরুদ্ধে শিক্ষার্থীরা যে তিন দফা দাবি তুলেছেন তা হলো—

আরও পড়ুন: দাবি আদায়ে শিক্ষকদের আল্টিমেটাম: আজ থেকে লাগাতার কর্মবিরতি

১. হল বন্ধের সিদ্ধান্ত স্থগিত করা,

২. শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান প্রদান,

৩. যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামত নিশ্চিত করা।

রাতভর অবস্থান কর্মসূচিতে থাকা শিক্ষার্থীরা জানান, হঠাৎ হলে খালি করার নির্দেশ দিলে হাজারো শিক্ষার্থী বিপাকে পড়বে। অনেকে বাড়ি যেতে পারবেন না, আবার অনেকে ঝুঁকিপূর্ণ জায়গায় যেতে বাধ্য হবেন। তাই প্রথমে নিরাপদ থাকার ব্যবস্থা নিশ্চিত করাই জরুরি।