ত্রয়োদশ নির্বাচনে দায়িত্বে থাকবেন ১ লাখ সেনা সদস্য: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচনকে অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে এক সংলাপ অনুষ্ঠিত হয়। সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা শুরু হয়।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব বলেন, অবশ্যই দেশে নির্বাচনের উপযুক্ত পরিবেশ রয়েছে। সেনাবাহিনীর ৯০ হাজার থেকে ১ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, দেড় লাখ পুলিশ সদস্য এবং প্রায় সাড়ে ৫ লাখ আনসার সদস্য ভোটের নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবেন।
আরও পড়ুন: গুজব সন্ত্রাস সুষ্ঠু নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার প্রসঙ্গে প্রশ্ন করা হলে ইসি সচিব বলেন, সভায় আগুন লাগার বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। লুট হওয়া অস্ত্রের বিষয়ে আখতার আহমেদ বলেন, লুট হওয়া অস্ত্রের প্রায় ৮৫ শতাংশই উদ্ধার করা হয়েছে, বাকি অংশ পুনরুদ্ধারে অভিযান চলছে।
ইসি সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, পুলিশ ও আনসার সদস্যরা সমন্বিতভাবে নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: ‘শাপলা’ প্রতীকের দাবিতে ইসিতে আবেদন করল বাংলাদেশ কংগ্রেস
নির্বাচন কমিশন ভোটের দিনসহ আগে ও পরে মিলিয়ে ৭ দিনব্যাপী নিরাপত্তা জোরদারের পরিকল্পনা করেছে।