হাসপাতাল থেকে ফিরেই আবেগঘন বার্তা দিলেন জিতু কামাল
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিতু কামাল সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত বুধবার ‘এরাও মানুষ’ ছবির শুটিং চলাকালে হঠাৎ বুকে সংক্রমণ ধরা পড়লে তাকে বাইপাস লাগোয়া এক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনি রোববার হাসপাতাল থেকে ছাড়া পান। এখন তিনি সুস্থ আছেন, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম ও শরীরের যত্ন নিতে বলা হয়েছে।
আরও পড়ুন: ‘মেয়েরা আজকাল কলেজে প্রতি সপ্তাহে বয়ফ্রেন্ড বদলায়’
সপ্তাহ না পেরোতেই কাজে ফিরেছেন অভিনেতা, কিন্তু এই সময়টিতে চারপাশের কিছু ঘটনার প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জিতু লিখেছেন বেঁচে থাকাকালীন মানুষকে নিয়ে সেলিব্রেট করুন। মৃত্যুর আগেই মেরে ফেলবেন না। আমি কাজ করি টাকা পাই বলে নয়, আমি কাজ করি কারণ আমার কাজটা ভীষণ ভালো লাগে বলে। তার এই বক্তব্যে অনেকের ধারণা, সম্প্রতি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো গুজবকে ঘিরেই তিনি এই মন্তব্য করেছেন।
আরও পড়ুন: ব্যক্তিগত ভিডিও ফাঁসের পর দেশ ছাড়লেন টিকটকার সামিয়া হিজাব
একই পোস্টে জিতু আরও লেখেন ধন্যবাদ অরবিন্দদা, এসভিএফ প্রোডাকশনের তরফ থেকে একমাত্র তোমার কনসার্ন দেখে আমি অভিভূত। দেখো তোমার চাকরি আবার না চলে যায় জিতুর খবরা-খবর নেওয়ার জন্যে।
অভিনেতার এই মন্তব্যে ভক্তরা তাকে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসার শুভকামনা জানিয়েছেন। বর্তমানে জিতু কামাল সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে ধীরে ধীরে কাজে ফিরছেন। নতুন ছবির শুটিং নিয়েও তিনি আশাবাদী।





