আবারও ছবি প্রকাশ করে তুমুল আলোচনায় স্বস্তিকা মুখার্জি

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:৩৪ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বরাবরই নিজের পোশাক-ভাবনা ও ব্যক্তিত্ব নিয়ে আলোচনার কেন্দ্রে থাকেন। খোলামেলা উপস্থিতির কারণে সমালোচনা ও কটাক্ষ নতুন কিছু নয় তার জন্য। তবে সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজের মতো করেই চলতে ভালোবাসেন এই অভিনেত্রী।

কিছুদিন আগে বিকিনি পরা লুকে একাধিক ছবি প্রকাশ করে নেটদুনিয়ায় তুমুল আলোচনা তৈরি করেছিলেন স্বস্তিকা। সেই রেশ কাটতে না কাটতেই এবার শাড়ি পরা নতুন লুকে ধরা দিলেন তিনি। শাড়িতেও রেখেছেন উষ্ণতার ছাপ, যা ইতোমধ্যে নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: নতুন গান নিয়ে তীব্র সমালোচনার মুখে নেহা কক্কর

বুধবার বিকেলে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেন স্বস্তিকা মুখার্জি। ছবিতে দেখা যায়, হালকা ধূসর রঙের নকশা করা শাড়িতে অভিনেত্রী। সাদামাটা হলেও লুকে ছিল স্টাইল ও আত্মবিশ্বাসের ছাপ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘একটু উষ্ণতার জন্য।’

স্বস্তিকার এই শাড়ি লুক ঘিরে নেটিজেনদের প্রশংসাও চোখে পড়ার মতো। একজন মন্তব্য করেছেন, ‘পরী একটা, বিকিনি থেকে শাড়ি—সবকিছুতেই সেরা।’ আরেকজন লিখেছেন, ‘বয়স বেশি, কিন্তু দেখতে কুমারী লাগছে।’

আরও পড়ুন: কিংবদন্তি নির্মাতা রব রাইনার ও স্ত্রীকে কুপিয়ে হত্যা, পুত্র নিক গ্রেপ্তার

টালিউডের এই অভিনেত্রী পর্দার বাইরেও তার পোশাক-ভাবনায় বরাবরই সাহসী। শাড়ি হোক কিংবা ওয়েস্টার্ন—সব ধরনের পোশাকেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে খোলামেলা পোশাকে হাজির হলেই মাঝেমধ্যে ট্রল ও কটাক্ষের শিকার হতে হয় তাকে।

সামাজিক মাধ্যমে ট্রল নিয়ে আগেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন স্বস্তিকা মুখার্জি। একবার তিনি লিখেছিলেন, ‘জেঠুমার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে। যারা কচি বয়সে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে।’ এই মন্তব্যেই বোঝা যায়, কটাক্ষকে একেবারেই গুরুত্ব দেন না তিনি।

উল্লেখ্য, গত শনিবার নিজের ৪৫তম জন্মদিনে হলুদ ও সাদা চেক বিকিনিতে তোলা একাধিক ছবি পোস্ট করে আবারও আলোচনায় আসেন স্বস্তিকা মুখার্জি। সেসব ছবি নিয়েও কম বিতর্ক হয়নি। তবে সমালোচনার তোয়াক্কা না করে নিজের পথেই এগিয়ে চলছেন এই অভিনেত্রী—আর তা বারবারই প্রমাণ করছেন।