মোদি ভয়ংকর, ভারত-পাকিস্তান সংঘাত আমার ফোনেই থেমেছিল: ট্রাম্প

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:০২ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অত্যন্ত ভয়ংকর ব্যক্তি’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি দাবি করেছেন, গত মে মাসে জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে শুরু হওয়া সংঘাত তার ফোনকলের মাধ্যমেই থেমে গিয়েছিল।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ভারত-পাকিস্তানের সংঘাত শুরু হলে আমি নরেন্দ্র মোদিকে ফোন করি। ফোনে জানতে চাই— পাকিস্তানের সঙ্গে আসলে কী হচ্ছে? আমি তাকে অত্যন্ত ভয়ংকর একজন ব্যক্তি হিসেবে দেখেছি। তার রাগ ও ঘৃণা ছিল প্রচণ্ড।”

আরও পড়ুন: ফোনালাপ ফাঁস, ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

ট্রাম্প আরও বলেন, “আমি তাকে বলেছিলাম, আমি কোনো বাণিজ্যিক চুক্তি চাই না। যদি এই সংঘাত না থামান, তাহলে শুধু চুক্তি নয়— এমন উচ্চমাত্রার শুল্ক আরোপ করব যে মাথা ঘুরে যাবে।”

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। ৪ মে ভারতীয় বাহিনী ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে ৭০ জনেরও বেশি জঙ্গিকে হত্যার দাবি করে। এর জবাবে ৭ মে পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করে, যেখানে তাদের দাবি অনুযায়ী ৩১ জন ভারতীয় নিহত হন।

আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ফেড গভর্নর লিসা কুক

টানা পাঁচ দিন সংঘাত চলার পর ৯ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে দুই দেশ যুদ্ধবিরতিতে যায়। ইসলামাবাদ এ জন্য ট্রাম্পকে কৃতিত্ব দিলেও নয়াদিল্লি তা স্বীকার করেনি।

এর পর থেকেই ট্রাম্প-নয়াদিল্লির মধ্যে টানাপোড়েন বাড়তে থাকে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছে।

সূত্র: এএফপি