আজ 'জুলাই শহীদ দিবস', রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে
আজ ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে বাংলাদেশ। বুধবার (১৬ জুলাই) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে। কোটাবিরোধী আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে স্মরণ করেই এ দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করেছে সরকার।
আরও পড়ুন: সিও ক্লোজড, বাবুর্চি সুইপারসহ কক্সবাজার র্যাবে গণবদলি
মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন
শহীদ আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তির জন্য প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, গত বছর ১৬ জুলাই রংপুরে কোটাবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। এরপর দিনটিকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিবছর এই দিনকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে। পাশাপাশি গত বছর ৫ আগস্টের গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিনটিকেও ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণার কথা জানিয়েছে সরকার।





