ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল: স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচন আসলে জাতীয় নির্বাচনের একটি মডেল। কারণ এখানে শতভাগ শিক্ষার্থী ভোটার হিসেবে অংশ নিচ্ছেন এবং ভোটের কার্যক্রমও শিক্ষিতরা পরিচালনা করছেন। তবে জাতীয় নির্বাচনে এমন চিত্র থাকবে না।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: তফসিলের প্রথম দিনেই হামলায় নির্বাচনী মাঠে আতঙ্ক
জাহাঙ্গীর আলম বলেন, অনেক বছর পর একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এটা নিঃসন্দেহে একটি মডেল নির্বাচন। আমরা আশা করছি ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং এটি ভবিষ্যতের জন্য ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে।
তিনি আরও জানান, ডাকসুর পর পর্যায়ক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে। এসব নির্বাচন যেন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়, সে বিষয়ে প্রধান উপদেষ্টা বিশেষ নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুন: ভিডিও ফুটেজ দেখে হাদীর ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতারে কাজ করছে পুলিশ
জাতীয় নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোট পরিচালনায় প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।





