চলতি মাসে সরকারি চাকরিজীবীদের টানা তিন দিনের ছুটি
ডিসেম্বর মাসে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের আরামদায়ক ছুটি। মাসজুড়ে থাকা দুটি সাধারণ ছুটির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিনের ছুটি।
এবার বড়দিন বৃহস্পতিবার পড়ায় পরের দুই দিন—শুক্র ও শনিবার—সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে তিন দিনের টানা অবকাশের সুযোগ তৈরি হয়েছে। ফলে সরকারি কর্মচারীরা বছরের শেষ প্রান্তে একটু বাড়তি বিশ্রামের সুযোগ পাচ্ছেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দুপুরে, তফসিল ঘোষণা যেকোনো সময়
এদিকে ২০২৬ সালের সরকারি ছুটির বার্ষিক তালিকা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। গত ৬ অক্টোবর বিকেলে এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানান, আগামী বছরে মোট ছুটি থাকছে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় কার্যত স্বতন্ত্র ছুটি থাকবে ১৯ দিন।
প্রেস সচিব আরও জানান, নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮ দিনের তালিকাটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে, যা পরবর্তী বছর সরকারি কর্মসূচি ও অফিস পরিচালনায় নির্দেশিকা হিসেবে কাজ করবে।
আরও পড়ুন: আজ পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ





