দেশের কল্যাণে যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে: তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৫৮ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের কল্যাণ এবং ষড়যন্ত্র রুখতে যেকোনো মূল্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে দলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুন: তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাহউদ্দিন

তারেক রহমান বলেন, “ষড়যন্ত্র থামিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেকোনো মূল্যে নির্বাচন নিশ্চিত করতে হবে। দেশের কল্যাণে যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তবে দেশের ক্ষতি হবে। তাই সকল রাজনৈতিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে আমাদের ঐক্য জরুরি।”

তিনি সম্প্রতি ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকেও অত্যন্ত নিন্দনীয় হিসেবে উল্লেখ করেন। বলেন, “গতকাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর যে হামলা হয়েছে, তার পেছনে যদি কারও অসৎ উদ্দেশ্য থাকে, তা খতিয়ে দেখতে হবে।” তিনি আরও বলেন, চট্টগ্রামে বিএনপির কর্মীর ওপর হামলার ঘটনা থেকেও বোঝা যায়, কেউ হয়তো সুবিধা লুটার চেষ্টা করছে।

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো

পূর্ববর্তী শাসনব্যবস্থার সমালোচনা করে তারেক রহমান বলেন, “আমরা অতীতে যারা দেশ পরিচালনা করেছে, তাদের মতো দেশ পরিচালনা করবো না। আমরা পরিবর্তন আনবো, কল্যাণ করবো। এজন্য বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ জনগণের কাছে পৌঁছে দেওয়া জরুরি।”

তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “রাজনীতিক হিসাবে জনগণের সঙ্গে মেশা, তাদের কথা শোনা এবং পরিকল্পনা পৌঁছে দেওয়া আপনারা নিশ্চিত করুন। কেবল পরিকল্পনা জানানো নয়, বাস্তবায়নও করতে হবে।”