এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদিকে দেখতে গেলেন তিন উপদেষ্টা রাজধানীর এভারকেয়ার
হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দেখতে গেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে তারা হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
প্রথমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। পরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান হাসপাতালে যান। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাদির বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হন।
আরও পড়ুন: ওসমান হাদির ওপর হামলা: সন্ত্রাসীরা শনাক্ত, গ্রেপ্তারে কাজ করছে ডিএমপি
এদিকে, হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফোনালাপে তিনি শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। তিনি জানান, হামলার ঘটনার পরপরই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় তিন দলীয় জোটের তীব্র নিন্দা
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা খুব কাছ থেকে শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলে বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।





