লালমনিরহাটে সেনাবাহিনীর অভিযানে ২৭ কেজি গাঁজা উদ্ধার, নারী-পুরুষ আটক

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার ৬ নং ওয়ার্ড তেরিয়ার মোড় এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে এক নারী ও এক পুরুষকে আটক করেছে সেনাবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। আটককৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
স্থানীয় সূত্রে জানা যায়, সারপুকুর ইউনিয়নের টিপের বাজার তেরিয়ার মোড় এলাকা দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের জন্য পরিচিত একটি এলাকা। এ ঘটনায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
অভিযানে উদ্ধারকৃত গাঁজা ও আটককৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আদিতমারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।