চুনারুঘাটে ওসির বাসা থেকে টাকা চুরি, চালকের ঘরে তল্লাশির ঘটনায় ওসি ক্লোজড

Sadek Ali
আব্দুল জাহির মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:৩০ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত ৮ সেপ্টেম্বর থানার ওসি নুর আলমের সরকারি বাসা থেকে প্রায় ৪ লাখ টাকা চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার ব্যক্তিগত গাড়িচালক ওয়াসিমের বাড়িতে তল্লাশি চালানো হয়। ওই তল্লাশির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাড়ি চালক ওয়াসিমের ঘরের আসবাবপত্র তছনছ করে খোঁজাখুঁজি করা হয়েছে। কাপড়চোপড় থেকে শুরু করে ছোট-বড় সব আসবাব এলোমেলো করে তল্লাশি চালানো হয়। এতে স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেন। অনেকের প্রশ্ন, শুধু সন্দেহের ভিত্তিতে একজন চালকের বাড়িতে এভাবে তল্লাশি চালানো আইনসঙ্গত কিনা।

আরও পড়ুন: মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনের ঘটনায় ২ জনের মৃত্যু

এ নিয়ে স্থানীয়রা নানা প্রশ্ন তুলছেন। এলাকার এক দোকানদার বলেন, “যদি সত্যিই টাকা চুরি হয়, তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া উচিত। কিন্তু ওসির ব্যক্তিগত উদ্যোগে এভাবে ঘর ভাঙচুর করা ঠিক হয়নি।”

অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন ওসির বাসায় এত নগদ টাকা থাকার বিষয়টি নিয়েও। কেউ কেউ বলছেন ৪ লাখ টাকা চুরি হয়েছে, আবার কারও মতে পরিমাণ আরও কম। তবে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সরকারি দায়িত্বে থাকা একজন কর্মকর্তার কাছে এত নগদ টাকা কেন থাকবে?

আরও পড়ুন: নাসিরনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঘটনাটি নিয়ে চুনারুঘাটসহ পুরো হবিগঞ্জ জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি পুলিশ প্রশাসন।