শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে নেত্রকোনায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নেত্রকোনায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম। এতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আইন-শৃঙ্খলা, সার্বিক নিরাপত্তা ও পূজামণ্ডপের ব্যবস্থাপনা নিয়ে নানা প্রস্তাবনা তুলে ধরেন।
আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
এসময় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহল যাতে গুজব বা উস্কানিমূলক প্রচারণা চালাতে না পারে, সেজন্য সার্বক্ষণিক অনলাইন মনিটরিং করা হবে।
তিনি আরও জানান, মোতায়েনকৃত পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে ডিবি ও ডিএসবি সদস্যরাও মাঠে কাজ করবেন। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা
সভায় উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, আল ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার দুর্গাপুর সার্কেলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ সুপার ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করে বলেন, "আপনারা যত বেশি তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন, ততই নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।"