চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ এলাকায় মদপানে ৬ জনের মৃত্যু রয়েছে। একই ঘটনায় **আলিম উদ্দিন** নামে আরও এক দিনমজুর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১২ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়ালডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান।
আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র্যালি
তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে ডিঙ্গেদহ বাজারে কয়েকজন মিলে অ্যালকোহল পান করেন। এরপর বিভিন্ন সময়ে একে একে ৬ জন মারা গেছেন। রোববার রাতে অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে আসে।”
ওসি আরও বলেন,আজমরা ইতিমধ্যে ঘটনাস্থলের বিভিন্ন বাড়িতে যাচ্ছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিষাক্ত বা ভেজাল মদ পান করেছিলেন।বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।
আরও পড়ুন: দেবীদ্বারের কৃষিতে ফিরেছে সবুজ হাসি





