নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।
রোববার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কুন্ডা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী সম্ভু নাথ আচার্য্য, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক আক্তার হোসেন ভূঁইয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ফয়েজ আহমেদ, টিম লিডার মোতাহার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জহিরুল হক মোল্লা, সাংবাদিক চন্দন কুমার দেব, আব্দুল কাদের সেন্টু, সোহাগ আহমেদ, মাহফুজুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো, অগ্নিকাণ্ডের সময় উদ্ধারকাজ পরিচালনা ও ভূমিকম্পের সময় আত্মরক্ষার কৌশল নিয়ে ব্যবহারিক মহড়া প্রদর্শন করেন।