অপহৃত মুফতি মুহিবুল্লাহ মাদানীকে হাত-পা শিকলে বাঁধা অবস্থায় পাওয়া গেলো পঞ্চগড়ে

Sadek Ali
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৫৬ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গী টিঅ্যান্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানী নিখোঁজ হওয়ার একদিন পর পঞ্চগড়ে শিকলবন্দি অবস্থায় পাওয়া গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সদর থানার হেলিপ্যাড বাজার সংলগ্ন সড়কের পাশে একটি গাছের সঙ্গে হাত-পা লোহার শিকলে বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।

তার ছেলে আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, আমার বাবা অচেতন অবস্থা থেকে ধীরে ধীরে কথা বলতে পারছেন। এখন পঞ্চগড়ের হাসপাতালে চিকিৎসা চলছে।

আরও পড়ুন: এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর দাফন সম্পন্ন, নিজ গ্রামে শেষ বিদায়

বুধবার ফজরের নামাজের পর হাঁটতে বেরিয়ে নিখোঁজ হন মুফতি মুহিবুল্লাহ মাদানী। পরে টঙ্গী পূর্ব থানায় তার স্বজনরা লিখিত অভিযোগ দায়ের করেন।

এলাকাবাসী জানান, সাম্প্রতিক জুমার খুতবায় আন্তধর্মীয় সম্পর্ক, নৈতিক অবক্ষয় এবং ইসকনসহ ধর্মীয় বিষয়ে ধারাবাহিক সমালোচনার পর থেকেই তিনি হুমকি পেতে শুরু করেন। অজ্ঞাত উৎস থেকে বেশ কয়েকটি উড়ো চিঠি পেয়ে বিষয়টি তিনি মসজিদ কমিটিকেও জানান।

আরও পড়ুন: তেঁতুলিয়ায় শীতের তীব্রতা কমছে না

বৃহস্পতিবার ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় সড়কের পাশে শিকলবদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পঞ্চগড় সদর থানার ওসি মো. আব্দুল্লাহিল জামান জানান, তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।