নেতা নয়, আমি রূপগঞ্জবাসীর ভাই-ছেলে হয়ে থাকতে চাই: মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

Sanchoy Biswas
শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৮ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের টান মুশুরি এলাকায় অবস্থিত সফুরা কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনারা সকলেই ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন। আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে কাজ করতে হবে।

নেতৃবৃন্দের উদ্দেশ্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া আরও বলেন, নিজের ভাই বেঈমানি করতে পারে কিন্তু নিজের দলের লোক কখনো বেঈমানি করে না। আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাকে যে ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের কাছে চিরঋণী এবং কৃতজ্ঞ। আমার সামনে একটি লক্ষ্য—বিপুল ভোটে বিজয়ী হয়ে রূপগঞ্জ আসনটি তারেক রহমানকে উপহার দেওয়া এবং নেতৃবৃন্দ ও রূপগঞ্জের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে তারেক রহমান সাহেবের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়ন করা।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ ভোটারদের মন জয় করে ভোট সংগ্রহের নানা কৌশল উপস্থাপন করেন।

সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, বিএনপি নেতা নাসির উদ্দিন, বাসির উদ্দিন বাচ্চু, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আলমগীর হোসেন টিটু, নুরুনবী ভূঁইয়া, দেওয়ান মোহাম্মদ, আব্বাসউদ্দিন ভূঁইয়া, হাজী আব্দুল মতিন, অ্যাডভোকেট গুলজার হোসেন, আব্দুল জলিল, সানাউল্লাহ সানি, আমিরুল ইসলাম ইমন, নাহিদ হাসান, সুলতান মাহমুদ, মাসুম বিল্লাহ, জশ মিয়া প্রমুখ।