ট্রান্সফরমার বিস্ফোরণে চট্টগ্রামে আবাসিক ভবনে আগুন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:৪৭ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর পাশের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে বাকলিয়া অ্যাকসেস সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: মিরপুরের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬, উদ্ধার অভিযান চলমান

প্রত্যক্ষদর্শীরা জানান, বাকলিয়া বিদ্যুৎ বিতরণকেন্দ্রের পাশে একটি বহুতল ভবনের সামনে থাকা ট্রান্সফরমারটি হঠাৎ বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান বলেন, “আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বহুতল ভবনটির দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

আরও পড়ুন: রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুনে ৯ জনের মৃত্যু

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।