দুর্গাপুজায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ১১ দফা নিরাপত্তা পরামর্শ
শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ পূজার আয়োজক, স্বেচ্ছাসেবক এবং দর্শনার্থীদের প্রতি ১১ দফা গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরামর্শ প্রদান করেছে।
আরও পড়ুন: টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিরাপত্তা পরামর্শে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো ঘটনার সত্যতা যাচাই না করে উত্তেজিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, অনেক ঘটনাই পরে গুজব প্রমাণিত হয়, তাই দায়িত্বশীল আচরণ করা জরুরি।
আরও পড়ুন: হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
পূজামণ্ডপে নারী ও পুরুষের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথ রাখার সুপারিশ করা হয়েছে। কোনো ব্যাগ, থলে বা পোটলা নিয়ে পূজামণ্ডপে প্রবেশ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপন যন্ত্র এবং গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেইট স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিমা বিসর্জনস্থল ও মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা, এবং জরুরি অবস্থার জন্য স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইট রাখার কথাও বলা হয়েছে। মণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ করে তাদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্ম ব্যান্ড পরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, পূজার সময় আতশবাজি ও পটকা ফুটানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যান্য ধর্মাবলম্বীদের অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।
প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট অনুসরণ করার নির্দেশও দিয়েছে পুলিশ।
জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য যেসব নম্বরে যোগাযোগ করা যাবে:
পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম:
০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি):
০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০
ঢাকেশ্বরী মন্দির কন্ট্রোল রুম:
০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯
র্যাব কন্ট্রোল রুম:
০১৭৭৭৭২০০২৯
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম:
০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯
জাতীয় জরুরি সেবা (২৪ ঘন্টা):
৯৯৯ (টোল ফ্রি)
জেলা পুলিশের সুপার বা থানার ওসির নম্বর সংগ্রহ করতে www.police.gov.bd
ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ করা হয়েছে।





