নভেম্বরে বিজিবির অভিযানে ১৬৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত নভেম্বর-২০২৫ মাসে দেশের বিভিন্ন সীমান্তাঞ্চলে টানা অভিযান পরিচালনা করে প্রায় ১৬৮ কোটি ৩৮ লক্ষ ৫৭ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। সীমান্ত এলাকায় মাদক, স্বর্ণ, তৈরি পোশাক, কসমেটিকসসহ নানান ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত তৎপরতা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
বিজিবি জানায়, নভেম্বরে জব্দ হওয়া চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২ কেজি ২৬৬.২২ গ্রাম স্বর্ণ, ১২১ গ্রাম রূপা, ১৭,২৩৪টি শাড়ি, ২১,৩৩৮টি থ্রিপিস ও চাদর, ২৭,৪৫০টি তৈরি পোশাক, ৩,৪০,৩৮০টি কসমেটিকস, ১০,০৯,৪২১টি আতশবাজি, ১,২৮৪ কেজি চা পাতা, ১১,৪৭৯ কেজি সুপারি, ৬৬,৫৪৬ কেজি কয়লা, ৫৯৭ কেজি জাল, ১৫,১৪৫টি মোবাইল ডিসপ্লে, ৩৭,৬৯০.৫০০ কেজি জিরা, ১,৬৩,৪৯০ কেজি পিয়াজ, ৪,৯৭০ কেজি চিনি, ৪,৬৮০ প্যাকেট বীজ, ২,৬৮৪ প্যাকেট কীটনাশক, ৩১টি বাইসাইকেল/ভ্যান, ১৭৯টি নৌকাসহ আরও অনেক পণ্য। এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত ১৬টি ট্রাক, ১৭টি পিকআপ, ৩৮টি সিএনজি/ইজিবাইক এবং ৫৪টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: বিমানবাহিনীতে আসছে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান
অস্ত্র উদ্ধার অভিযানে বিজিবি ৪টি দেশি পিস্তল, ১টি হ্যান্ড গ্রেনেড, ২টি ম্যাগাজিন, ১৯ রাউন্ড গুলি, ৩টি মাইন, ৬টি ককটেলসহ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র জব্দ করে।
মাদকবিরোধী অভিযানে বিজিবি ২০ লাখ ৫৮ হাজার ৭৮৯ পিস ইয়াবা, ১৯৩ গ্রাম হেরোইন, ৩,৭১৪ বোতল ফেনসিডিল, ৭,১৭৬ বোতল বিদেশি মদ, ৬০৮ ক্যান বিয়ার, ১,৫২৬ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট, সিরাপ এবং ভেজাল ঔষধ জব্দ করে।
আরও পড়ুন: গৃহকর্মী নিয়োগে পরিচয় নিশ্চিত করার আহ্বান ডিএমপি কমিশনারের
চোরাচালান ও মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ১৫৯ জন চোরাচালানকারীকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে ১৩৭ বাংলাদেশি এবং ২ ভারতীয় নাগরিককে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় ৪০৩ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।





