বিজয় দিবসে হাতিরঝিলে বিজিবি অর্কেস্ট্রা ও ব্যান্ডদলের মনোজ্ঞ সংগীতানুষ্ঠান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:২৬ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে এক মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিজিবির নিজস্ব অর্কেস্ট্রা ও ব্যান্ডদলের পরিবেশনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক সংগীত, দেশাত্মবোধক গান এবং সমসাময়িক জনপ্রিয় সুরের সমন্বয়ে পরিবেশনা করা হয়। সংগীত পরিবেশনার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের আনন্দ এবং জাতির বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আরও পড়ুন: মহান বিজয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারী কমিশন প্রদান

হাতিরঝিলের মনোরম পরিবেশে দিনব্যাপী চলা এ সাংস্কৃতিক আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। বিজিবি অর্কেস্ট্রা ও ব্যান্ডদলের নৈপুণ্যময় পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন এবং পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

বিজিবি সূত্র জানায়, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন দেশপ্রেম, জাতীয় চেতনা এবং সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানানো হয়।

আরও পড়ুন: মহান বিজয় উপলক্ষে নৌবাহিনীতে ২০ জন এমসিপিওকে অনারারী কমিশন প্রদান