এবার সাংবাদিক ইলিয়াস ও বাবুলের বিরুদ্ধে পিবিআই প্রধানের মামলা

এবার ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে বাবুল আক্তারসহ ৪ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।
মামলায় তিনি মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ ও প্রচারের অভিযোগ এনেছেন।
আরও পড়ুন: দুর্ধর্ষ ধাক্কামারা চক্রের দুই নারী সদস্য গ্রেফতার
মঙ্গলবার রাতে বাদীর পক্ষে অভিযোগ নিয়ে থানায় যান পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের এসপি মো. জাহাঙ্গীর আলম। মামলায় মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ ও প্রচারের অভিযোগ আনা হয়েছে।
মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সাংবাদিক ইলিয়াছ হোসেনকে। আর স্ত্রীকে হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারান্তরীণ বাবুল আক্তারকে করা হয়েছে চার নম্বর আসামি। এছাড়া মো. হাবিবুর রহমান লাবু ও তার বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়াকে দুই ও তিন নম্বর আসামি করা হয়েছে মামলায়।
আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: আরও দুইজন গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৭
ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।