মোহাম্মদপুরে জোড়াখুন: গৃহকর্মীর সহযোগী গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মাদ জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: গৃহকর্মীর প্রকৃত পরিচয় উদ্ঘাটন
এডিসি জুয়েল রানা জানান, হত্যাকাণ্ডের পর আয়েশা তার স্বামী রাব্বীকে ঘটনা জানায়। এরপর রাব্বী তাকে ঢাকা থেকে পালাতে সহায়তা করে। নলছিটির দাদা শ্বশুরের বাড়িতে তারা আত্মগোপনে ছিল। সেখান থেকেই মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে ঢাকায় আনা হচ্ছে। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের পরই হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
পুলিশ জানায়, জোড়া খুনের প্রায় ছয় মাস আগে মোহাম্মদপুরের বছিলায় একটি বাসায় চুরি করেছিলেন আয়েশা। সে সময় তার বিরুদ্ধে অভিযোগও করা হয়েছিল। সেই অভিযোগ থেকেই তার পরিচয় ও গতিবিধি নিয়ে তদন্ত শুরু হয়, যা পরবর্তীতে তাকে গ্রেপ্তারের সূত্র দেয়।
এর আগে সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ১৪ তলা এক আবাসিক ভবনের সপ্তম তলায় গৃহকর্ত্রী লায়লা আফরোজ ও তার নবম শ্রেণির শিক্ষার্থী মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে।
তদন্ত সূত্র জানায়, ঘটনার দিন সকাল ৭টা ৫২ মিনিটে বোরকা পরে বাসায় ঢোকে গৃহকর্মী আয়েশা। সাড়ে ৯টার দিকে মা–মেয়েকে খুন করে নাফিসার স্কুলড্রেস পরে ব্যাগ নিয়ে বের হয়ে যায়। এই হত্যার ঘটনায় নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম সোমবার রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন।





