আয়কর রিটার্ন ১ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১:৫৮ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২২
ফাইল ফটো
ফাইল ফটো

আগামী ১ জানুয়ারি পর্যন্ত  আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। ৩০ ও ৩১ ডিসেম্বর শুক্র ও শনিবার হওয়ায় রিটার্ন জমার সময়সীমা ১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ এ তথ্য জানিয়েছেন, এনবিআরের মানবসম্পদ ও কর ব্যবস্থাপনা বিভাগের সদস্য শাহীন আক্তার।

আরও পড়ুন: এমডি নিয়োগে কঠোর শর্ত: অভিজ্ঞতার মানদণ্ড কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক

বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে বিশেষ পরিস্থিতির কারণে এনবিআর নিজস্ব ক্ষমতাবলে ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বৃদ্ধি করে। ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার তা ১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো।