দেশে আবারও কমল সোনার দাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:০৯ পূর্বাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন এবং স্থানীয় বাজারে চাহিদা হ্রাস পাওয়ায় নতুন করে দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (২২ অক্টোবর) বাজুস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৮ হাজার ৩৮৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

আরও পড়ুন: রিজার্ভ নিয়ে সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

নতুন দর অনুযায়ী

* ২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা

আরও পড়ুন: মেধাভিত্তিক ইনক্রিমেন্ট ফিরিয়ে আনল বাংলাদেশ ব্যাংক

* ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা

* ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা

* সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ২০৯ টাকা

বাজুস জানিয়েছে, তেজাবি সোনার (পিউর গোল্ড) দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে স্বর্ণের দাম পুনর্র্নিধারণ করা হয়েছে।

নতুন দামে রুপার মূল্যও কিছুটা কমানো হয়েছে—

* ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫ হাজার ৪৭০ টাকা

* ২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫ হাজার ২১৪ টাকা

* ১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৪৬৭ টাকা

* সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ৩ হাজার ৩৫৯ টাকা

বাজুসের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের ওঠানামা অনুযায়ী ভবিষ্যতেও দেশীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হবে।