সোনার দামে বড় লাফ, ভরি ছাড়াল ২ লাখ ১৭ হাজার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:০৬ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে আবারও দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ লাখ ১৭ হাজার টাকা ছাড়িয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ঘোষিত নতুন মূল্য আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: সোনার দামে বড় লাফ, ভরিতে সর্বোচ্চ ৩৪৫৩ টাকা বাড়াল বাজুস

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বৈশ্বিক বাজারে সোনার দামের ঊর্ধ্বগতি এর অন্যতম প্রধান কারণ। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩২০ ডলার অতিক্রম করেছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ২ লাখ ৭ হাজার ২১১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের সোনার দাম এক ভরিতে ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা ধার্য করা হয়েছে।

আরও পড়ুন: বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির ১০.৩২ মিলিয়ন ডলার বিনিয়োগ

অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা। ২১ ক্যারেটের রুপা ভরিপ্রতি ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ভরিপ্রতি ২ হাজার ৮০০ টাকা অপরিবর্তিত রয়েছে।