রুমমেটকে ছুরিকাঘাত করার অভিযোগ,ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

Sadek Ali
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:২৫ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালকে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে মুহসীন হল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

প্রাধ্যক্ষ জানান, এ ধরনের নৃশংস ঘটনার কারণে তাকে হলে আর থাকার সুযোগ দেওয়া যাবে না। পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে তার ছাত্রত্ব বাতিলের প্রক্রিয়াও গ্রহণ করা হবে। এ ছাড়া এ ঘটনায় রমনা থানাকে অবহিত করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: ডাকসু: জমজমাট প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অনেকের

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাত প্রায় পৌনে একটার দিকে মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, জালাল আহমদ তার রুমমেট রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রবিউল হককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর আহত রবিউল কোনোমতে আত্মরক্ষা করে রুম থেকে বের হয়ে আসেন। পরবর্তীতে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আহত রবিউল হক সাংবাদিকদের জানান, ঘটনার সময় জালাল রাত সাড়ে বারোটার দিকে কক্ষে প্রবেশ করে লাইট জ্বালিয়ে উচ্চস্বরে শব্দ করতে থাকে। এতে তার ঘুম ভেঙে গেলে তিনি শান্ত থাকার অনুরোধ জানান। কিন্তু এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জালাল ক্ষিপ্ত হয়ে তাকে ‘অবৈধ’ ও ‘বহিরাগত’ আখ্যা দেয় এবং পরবর্তীতে ছুরিকাঘাত করে আহত করে। রবিউলের দাবি, নিজের প্রাণ রক্ষার জন্যই তিনি সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হন।

আরও পড়ুন: মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

অন্যদিকে জালাল আহমদ ফেসবুকে নিজের শরীরের আঘাতের কিছু ছবি পোস্ট করে ভিন্ন দাবি করেছেন। তিনি উল্লেখ করেন, সব হল থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের উচ্ছেদের জন্য উকিল নোটিশ পাঠানোর প্রস্তুতি চলছিল। এ সময় তার রুমমেট রবিউল তাকে আঘাত করে। তার অভিযোগ, রবিউল দীর্ঘদিন ধরে অবৈধভাবে হলে অবস্থান করছে এবং সেজন্যই তাকে টার্গেট করা হয়েছে।

তবে মুহসিন হল এর অন্যান্য শিক্ষার্থীরা দাবি করছেন মিডিয়ার ফুটেজ পেতে মূলত নিজেই নিজেকে ছুরিকাঘাত করে ভিকটিম সাজার চেষ্টা করছে জালাল।

ঘটনার পর শিক্ষার্থীদের ক্ষোভ এড়াতে জালাল নিজেকে রুমের ভেতর আবদ্ধ রাখেন। এ ঘটনায় মুহসীন হল এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে লড়ে মাত্র ১২ টি ভোট পেয়েছিলেন জ্বালাময়ী জালাল।