জালাল ইস্যুতে হামলার শিকার আরেক ডাকসু ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের উত্তাপের মধ্যেই সহিংসতার ঘটনা ঘটল আরেক ভিপি প্রার্থীর ওপর। বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক ও আরবি বিভাগের শিক্ষার্থী আবদুল ওয়াহেদ মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে ছাত্রদের হামলার শিকার হয়েছেন। তিনি মাস্টার দা সূর্যসেন হলের আবাসিক ছাত্র।
ঘটনার সূত্রপাত হয় একই রাতে হাজী মুহম্মদ মুহসীন হলে। ওই হলের ৪৬২ নম্বর কক্ষে টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী ও ভিপি প্রার্থী জালাল আহমদ এবং তার রুমমেট রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র রবিউল হকের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে রবিউল আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা জালালের কক্ষ ঘিরে ফেলে।
আরও পড়ুন: ডাকসু: জমজমাট প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অনেকের
এ সময় পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় ওয়াহেদ সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি লিখেন, জালালকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকলে আত্মহত্যার ঝুঁকি তৈরি হতে পারে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশি উপস্থিতিতে তাকে নিরাপদে হস্তান্তরের দাবি জানান তিনি।
তবে তার সেই পোস্ট ঘিরে আরও বিপত্তি ঘটে। অভিযোগ অনুযায়ী, কিছু শিক্ষার্থী ওয়াহেদের ওপর চড়াও হয়, তার মোবাইল কেড়ে নেয় এবং জালালের ওপর হামলার ভিডিও ও ছবি মুছে ফেলতে বাধ্য করে। পরে পুলিশ হস্তক্ষেপ করে তার মোবাইল ফিরিয়ে দেয়।
আরও পড়ুন: মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ
ওয়াহেদ অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই তাকে মারধর করা হয়েছে। তিনি বলেন, “জালালের শাস্তি আইন অনুযায়ী হোক, কিন্তু হাতাহাতি বা গণপিটুনি কোনো সমাধান নয়। আমাকে এবং জালালকে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়কে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও দাবি করেন, “ঢাবিতে আবারও ‘মব কালচার’ ফিরে আসছে। আমরা অতীতে তোফাজ্জল হত্যার মতো ঘটনা দেখেছি। দোষীদের শাস্তি না হলে পরিস্থিতি ভয়াবহ হবে।”