অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:২৪ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অমর একুশে হল কেন্দ্রের ফলাফল বুধবার রাত দেড়টার দিকে প্রকাশ করা হয়েছে। এতে ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম ৬৪৪ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৪১ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ঐক্যের উমামা ফাতেমা পেয়েছেন ৯০ ভোট এবং আব্দুল কাদের পেয়েছেন ৩০ ভোট।

আরও পড়ুন: নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে যা বললেন ছাত্রদল প্রার্থী আবিদুল ইসলাম

জিএস পদে শিবির সমর্থিত এস এম ফরহাদ ৪৬৬ ভোট নিয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত বাকের মজুমদার পেয়েছেন ১৮৭ ভোট। ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ১৮০ ভোট, মেঘমল্লার বসু ৮৬ ভোট এবং আল সাদী ভুঁইয়া ৬ ভোট পেয়েছেন।

এজিএস পদেও ছাত্রশিবির প্রার্থী মহিউদ্দিন খান ৫২১ ভোট পেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ১৪১ ভোট।

আরও পড়ুন: পাঁচ হলে ডাকসু নির্বাচনের ফল, শিবির সমর্থিত প্যানেল এগিয়ে

ফলাফলে দেখা যাচ্ছে, অমর একুশে হলে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা সকল পদে প্রাধান্য বজায় রেখেছেন।