স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ে ডাকসুর মার্চ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১২ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৫৯ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে মার্চ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ডাকসু ভবনের সামনে থেকে সমবেত ছাত্র-জনতাকে নিয়ে এই মার্চ শুরু হয়। মিছিলটি ডাকসু ভবন থেকে টিএসসি হয়ে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নেওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ছাত্র অধিকার পরিষদের ৫ দফা দাবি

মার্চ চলাকালে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছিল—‘সুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ’, ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি রাজপথে’, ‘আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবো’সহ আরও নানা স্লোগান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে কটাক্ষ করেও স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এ বিষয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, আমরা ডাকসুর সামনে থেকে বিক্ষোভ-মিছিল নিয়ে টিএসসি হয়ে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নেবো। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।

আরও পড়ুন: শহীদ মিনারে আজ ইনকিলাব মঞ্চের সর্বদলীয় সমাবেশ

উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ওসমান হাদি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক প্ল্যাটফর্ম থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে।