বাবার মৃত্যুর পরও চোখে পানি ছিলনা প্রিয়াঙ্কার ! ঘুরতে বেরিয়েছিলেন কার সঙ্গে?

বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া আবারও শিরোনামে। বাবার মৃত্যুবার্ষিকীর সময়ে অনেকেই আশা করেছিলেন, তিনি হয়তো কিছুটা আবেগে ভাসবেন—কিন্তু বাস্তবে দেখা গেল একেবারেই ভিন্ন চিত্র। চোখে একফোঁটা জলও দেখা গেল না তার। বরং প্রিয়ঙ্কাকে দেখা গেল ঘুরতে বেরোতে, তাও একা নন—সঙ্গী ছিলেন তার স্বামী, পপ গায়ক নিক জোনাস।
আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের এক বিলাসবহুল রিসর্টে তাদের একান্ত সময় কাটানোর বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। বাবার মৃত্যুবার্ষিকীতে এমন ‘রিল্যাক্স মুডে’ প্রিয়ঙ্কার উপস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। কেউ বলছেন, প্রতিটি মানুষ নিজের মতো করে শোক পালন করেন। কেউ আবার এটাকে দেখছেন অতিরিক্ত ‘কুল’ আচরণ হিসেবে।
আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’
প্রসঙ্গত, প্রিয়ঙ্কার বাবা অশোক চোপড়া ২০১৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। বাবার সঙ্গে প্রিয়ঙ্কার সম্পর্ক বরাবরই ছিল গভীর। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার বাবা। এমনকি তার হাতের কাঁধে ট্যাটুও আছে—“ড্যাড’স লিটল গার্ল।”
তবে এবারের ঘটনাটি বুঝিয়ে দিল—প্রিয়ঙ্কা এখন অনেক বেশি ‘প্র্যাকটিক্যাল’ এবং হয়তো শোককে আর বাইরে ফুটিয়ে তোলেন না। নিজের পরিবার, স্বামী ও মেয়ে মালতীর সঙ্গে সময় কাটিয়েই বেছে নিচ্ছেন মানসিক শান্তির পথ। সূত্র: আনন্দবাজার