সঞ্জয় লীলার বিরুদ্ধে প্রতারণা ও খারাপ আচরণের অভিযোগে মামালা

বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে উঠেছে প্রতারণা, খারাপ আচরণ ও বিশ্বাসভঙ্গের অভিযোগ। শুধু বনশালি নন, তার প্রোডাকশন টিমের আরও দুই সদস্যের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
রাজস্থানের বিকানেরের বাসিন্দা প্রতীকরাজ মথুর অভিযোগ করেছেন, বনশালির আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’–এর জন্য তাকে লাইন প্রোডিউসার হিসেবে চুক্তিবদ্ধ করা হয়েছিল। তবে কাজ শুরু করার কিছুদিন পরই হঠাৎ তাকে প্রকল্প থেকে বাদ দেওয়া হয়। শুধু তাই নয়, প্রাপ্য টাকাও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: বাংলা গানের সুরসম্রাজ্ঞী সাবিনা ইয়াসমিন এর জন্মদিন
প্রতীক জানান, বিষয়টি নিয়ে বনশালি ও তার টিমের সঙ্গে দেখা করতে গেলে তাকে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি, বরং তার সঙ্গে খারাপ আচরণ করা হয়।
প্রসঙ্গত, অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’–এর পর সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে ফের জুটি বাঁধছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। ছবিতে আরও অভিনয় করবেন ভিকি কৌশল। একসঙ্গে আলিয়া-রণবীর-দীপিকার উপস্থিতি ছবিটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।
আরও পড়ুন: সুখবর দিলেন তানজিন তিশা!
তবে এই অভিযোগ প্রসঙ্গে বনশালি প্রোডাকশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।