‘বৌদি’ শব্দটি এখন অশ্লীল ইঙ্গিত দিয়ে ব্যবহার করা হয়: স্বস্তিকা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:১৫ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টালিউডের জনপ্রিয় আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নিজের অভিনয়, পোশাক আর ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। এবার নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন তিনি। নবাগত পরিচালক শৌর্য দেবের পরিচালনায় তিনি অভিনয় করেছেন ‘প্রোমোটার বৌদি’ ছবিতে।

ছবিতে স্বস্তিকা এক নারী প্রোমোটারের চরিত্রে অভিনয় করেছেন, যাকে পাড়ার সবাই "বৌদি" বলে ডাকে। স্বামী ও দুই সন্তান নিয়ে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জীবনকেন্দ্রিক এই গল্পে ফুটে উঠেছে টানাপোড়েন, সংগ্রাম এবং আবেগ।

আরও পড়ুন: প্রকাশ্যে এলো ক্যাটরিনার বেবি বাম্পের ছবি !

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানান, আগে বৌদি শব্দটি পারিবারিক অর্থে ছিল আপন; অথচ সামাজিক মাধ্যমে এটাকে এখন অশ্লীল ইঙ্গিত দিয়ে ব্যবহার করা হয়।

ছবিতে থাকবে নব্বইয়ের দশকের বাণিজ্যিক বাংলা সিনেমার ছাপ—নাচ, গান, মারকাটারি সংলাপ ও পারিবারিক আবহ। শৌর্য দেব জানিয়েছেন, পরিবারকেন্দ্রিক গল্প হলেও বিনোদনের সব উপাদান ছবিতে রাখা হয়েছে।

আরও পড়ুন: অভিনেত্রী শবনম ফারিয়ার নতুন জীবন শুরু

‘প্রোমোটার বৌদি’ মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি।