সেপ্টেম্বরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু, এক মাসেই প্রাণ গেছে ৭৬ জনের

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪৯ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এই মাসেই ডেঙ্গুতে সর্বাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তথ্য অনুযায়ী, শুধু সেপ্টেম্বরেই প্রাণ হারিয়েছেন ৭৬ জন। এর মধ্যে বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও হয়েছে এ মাসে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন এবং মার্চে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এপ্রিলে ডেঙ্গুতে মারা যান ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে প্রাণ হারান ৩৯ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন করে ৯৬৪ জন আক্রান্ত

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন আরও ৩ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫৬ জন রোগী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৩৪২ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই চিকিৎসা নিয়েছেন ১৫ হাজার ৮৬৬ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১ জন

এ ছাড়া চলতি বছর ৪৪ হাজার ৭৯৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।