গাজা পুরোপুরি দখলে ইসরায়েলের অভিযান শুরু, ২৪ ঘণ্টায় নিহত ১২৩

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:০০ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে-র প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান এয়াল জামির বুধবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা উপত্যকায় বড় ধরনের স্থল অভিযানের পরিকল্পনার বিরোধিতা প্রত্যাহার করেছেন।

আইডিএফের এক বিবৃতিতে জানানো হয়েছে, জামির গাজায় আইডিএফের অপারেশনাল পরিকল্পনার মূল কাঠামো অনুমোদন করেছেন। এর আগে হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের ঝুঁকির কারণে তিনি এ পরিকল্পনার বিরোধিতা করেছিলেন।

আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

গত সপ্তাহে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা এ অভিযানের নির্দেশ দেয়। এর লক্ষ্য গাজা সিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং প্রধান শরণার্থী শিবিরগুলোতে হামাসের সেলগুলো ধ্বংস করা।

যদিও বড় ধরনের স্থল অভিযানের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে ইসরায়েলি যুদ্ধবিমান দিনের পর দিন ধরে গাজায় বিমান হামলা চালাচ্ছে। সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় অন্তত ১২৩ জন নিহত হয়েছেন

আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান