সাংবাদিক নির্যাতন মামলা, সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত রাতে প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালানো হয়। তাকে চোখ বেঁধে তুলে এনে কুড়িগ্রাম ডিসি অফিসে নির্মমভাবে নির্যাতন করা হয়। এসময় তাকে ক্রসফায়ারের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুনের জবানবন্দিতে মিলল যে তথ্য
অভিযানে তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার সংশ্লিষ্টতা ছিল। পরে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে অধূমপায়ী সাংবাদিক আরিফুলকে রাতেই এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়।
কারামুক্ত হওয়ার পর সাংবাদিক আরিফুল জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। প্রায় পাঁচ বছর ধরে মামলা চলমান রয়েছে। সম্প্রতি সাবেক ডিসি সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পেলেও মঙ্গলবার স্থায়ী জামিনের আবেদন করেন জেলা ও দায়রা জজ আদালতে। তবে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: ডাকসুর ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল