পেশায় যথেষ্ট অবহেলা

ইমপালস হাসপাতালের এমডি ডা. আমিনের রেজিস্ট্রেশন স্থগিত

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২২ | আপডেট: ১০:০৯ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
(no caption)
(no caption)

রোগীর চিকিৎসায় যথেষ্ট অবহেলার ও গাফিলতির প্রমাণ পাওয়ায় ইমপালস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাক্তার আলী জাহির আল আমিনের চিকিৎসা বিষয়ক রেজিস্ট্রেশন এক বছরের জন্য স্থগিত করেছে বিএমএন্ডডিসি।

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্টার ডাক্তার লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক চিটিতে গত ১৬ ই নভেম্বর সংশ্লিষ্ট সকলকে এনির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

বিএমডিসি কাউন্সিলে রুগীর অভিযোগের প্রেক্ষিতে ডাক্তার আমিনকে জানায। আপনার প্রেরিত লিখিত জবাব কাউন্সিলের নিকট সন্তোষজনক প্রতীয়মান হয় নাই। আপনি ইমপালস হাসপাতাল, ৩০৪/ই, তেজগাঁও ১/এ, ঢাকা ভর্তিকৃত রোগী মিসেস মোমেনা হক মুন ৩৮ বৎসর (Patient ID 2003000192 Date: 11.03.2020) এর চিকিৎসা প্রদানে আপনার ভুল অপারেশন, বাম কানের পরিবর্তে ডান কানের অপারেশন, রোগীর মুখের আকৃতি বাকা হয়ে যাওয়ায় ও রোগীর অভিভাবককে মিথ্যা তথ্য প্রদানের বিষয় উল্লেখ করিয়া রোগীর স্বামী জিয়াউর রহমান ভূঁইয়া অত্র কাউন্সিলে অভিযোগ দাখিল করেন।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে কাউন্সিল কর্তৃক গঠিত তদন্তে প্রতিয়মান হয় যে, চিকিৎসা কার্যে আপনার যথেষ্ট অবহেলা ও গাফিলতি ছিল তাহা প্রমানিত হইয়াছে। এমতাবস্থায় বিএমএন্ডডিসি এর Code of Professional Conduct Etiquette and Ethics এর অনুচ্ছেদ 5.3.3 এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নং আইন) এর ২৩(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিএমএন্ডডিসি হইতে প্রদত্ত আপনার রেজিষ্ট্রেশন (A-12688 Date of Registration: 28th November, 1984) ১ (এক) বৎসরের জন্য স্থগিত করা হইল যাহা ২০/১১/২০২২ইং তারিখ হইতে কার্যকর হইবে।

আরও পড়ুন: দুর্নীতির তদন্তে সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব

উল্লেখিত সময়ে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নং আইন) এর ধারা ২২(১) অনুযায়ী আপনার রেজিস্ট্রেশন স্থগিতকালীন সময়ে আপনি চিকিৎসক হিসাবে কোথাও কোন প্রকার চিকিৎসা সেবা প্রদান করিতে পারিবেন না।

এমনকি উক্ত সময়ে আপনি নিজেকে চিকিৎসক হিসাবে পরিচয় দিতে পারিবেন না। লিখিত জবাব কাউন্সিলের নিকট সন্তোষজনক প্রতীয়মান হয় নাই। আপনি ইমপালস হাসপাতাল, ৩০৪/ই, তেজগাঁও ১/এ, ঢাকা ভর্তিকৃত রোগী মিসেস মোমেনা হক মুন ৩৮ বৎসর (Patient ID 2003000192 Date: 11.03.2020) এর চিকিৎসা প্রদানে আপনার ভুল অপারেশন, বাম কানের পরিবর্তে ডান কানের অপারেশন, রোগীর মুখের আকৃতি বাকা হয়ে যাওয়ায় ও রোগীর অভিভাবককে মিথ্যা তথ্য প্রদানের বিষয় উল্লেখ করিয়া রোগীর স্বামী জিয়াউর রহমান ভূঁইয়া অত্র কাউন্সিলে অভিযোগ দাখিল করেন।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে কাউন্সিল কর্তৃক গঠিত তদন্তে প্রতিয়মান হয় যে, চিকিৎসা কার্যে আপনার যথেষ্ট অবহেলা ও গাফিলতি ছিল তাহা প্রমানিত হইয়াছে। এমতাবস্থায় বিএমএন্ডডিসি এর Code of Professional Conduct Etiquette and Ethics এর অনুচ্ছেদ 5.3.3 এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নং আইন) এর ২৩(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিএমএন্ডডিসি হইতে প্রদত্ত আপনার রেজিষ্ট্রেশন (A-12688 Date of Registration: 28th November, 1984) ১ (এক) বৎসরের জন্য স্থগিত করা হইল যাহা ২০/১১/২০২২ইং তারিখ হইতে কার্যকর হইবে।

উল্লেখিত সময়ে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নং আইন) এর ধারা ২২(১) অনুযায়ী আপনার রেজিস্ট্রেশন স্থগিতকালীন সময়ে আপনি চিকিৎসক হিসাবে কোথাও কোন প্রকার চিকিৎসা সেবা প্রদান করিতে পারিবেন না। এমনকি উক্ত সময়ে আপনি নিজেকে চিকিৎসক হিসাবে পরিচয় দিতে পারিবেন না।