সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল সচিবালয়

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ন, ২৫ মে ২০২৫ | আপডেট: ১২:১৭ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, ২০২৫ উপদেষ্টা পরিষদ সভায় অনুমোদন দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কমর্চারী সংযুক্ত পরিষদের উদ্যোগে সকাল থেকে সচিবালয়ে বিক্ষোভ করছে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে সচিবালয়ের কাঠালতলা প্রাঙ্গণে প্রবেশ করে।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের উদ্যোগে সমাবেশে সব মন্ত্রণালয় বিভাগ থেকেই কর্মকর্তা কর্মচারীরা যোগ দেয়। সমাবেশ শেষে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় ঘেরাও করে বিক্ষোভ করে। এরপর সচিবালয় প্রাঙ্গণে বিক্ষোভ করে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাঙ্গণে সমাবেশ করে।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী


সমাবেশে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. নুরুল ইসলাম মহাসচিব, মো. মুজাহিদুল ইসলামসহ সংযুক্ত পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মকর্তা কর্মচারী নেতৃবৃন্দ অবিলম্বে চাকরি সংশোধন অধ্যাদেশকে চিহ্নিত করে বাতিলের দাবি জানান। দাবি মানা না হলে অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।

আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি