জামায়াত আমিরের হৃদযন্ত্রে ৩টি ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৫ | আপডেট: ৩:৩০ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হয়েছে। বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রামের পর চিকিৎসকরা তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমানের এনজিওগ্রাম করেন কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামান। পরীক্ষায় তার হার্টে তিনটি বড় ব্লক পাওয়া যায়। চিকিৎসকেরা এনজিওপ্লাস্টির পরিবর্তে বাইপাস সার্জারিকে দ্রুত এবং জরুরি বলে মত দেন।

আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা

জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে এনজিওগ্রাম রিপোর্টে ব্লকের বিষয়টি নিশ্চিত হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে তাকে বিদেশে চিকিৎসার বিষয়ে আলোচনা হলেও ডা. শফিকুর রহমান নিজেই দেশে চিকিৎসা নিতে আগ্রহ প্রকাশ করেন। তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর ‘পূর্ণ আস্থা’ রাখছেন বলেও জানান।

আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন

বর্তমানে তার বাইপাস সার্জারির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ডা. শফিকুর রহমানের পরিবার ও জামায়াত নেতারা দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।