তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মো. সোলেমান শেখ আবারও সক্রিয়ভাবে রাজনীতির মাঠে ফিরেছেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা তাঁতি দলের একজন সদস্য।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অগণিত হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়ে জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলেও তিনি দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। সবকিছু হারিয়েও বিএনপির পতাকা তলে এসে তিনি আবারও সামনের সারিতে রাজনীতি করছেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মো. সোলেমান শেখ কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “জাতি হারিয়েছে এক অমূল্য রত্ন। আমরা হারিয়েছি আমাদের অভিভাবক, আমাদের মা—গণতন্ত্রের মনষকন্যা, আপসহীন দেশনেত্রীকে। আমার প্রিয় নেত্রীর মৃত্যু আমি মেনে নিতে পারছি না।”
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করেই তিনি রাজনীতি করে যাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ও দেশ নতুন করে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক
সোলেমান শেখ বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা যারা নিপীড়িত ও নির্যাতিত কর্মী, আমরা একজন অভিভাবক পেয়েছি। আগামী দিনে দেশ গঠনে তাঁর পাশে থেকে রাজনীতির মাঠে সর্বোচ্চ ভূমিকা রাখবো।”
দলের প্রতি নিজের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, দল তাকে কী দিল বা দিল না—তা বড় কথা নয়; বরং তিনি দলকে কী দিলেন এবং দলের পাশে কতটা থাকলেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শেষে তিনি বলেন, “শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে, সব দুঃখ-বেদনা ভুলে আগামী রাজনীতির পথে ইনশাআল্লাহ আমি সক্রিয়ভাবেই থাকবো।”





