তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ জমিয়তে উলামায়ে ইসলামের নেতাদের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ন, ১০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫৪ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নেতৃবৃন্দ।

শনিবার সন্ধ্যায় (১০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান-এর রাজনৈতিক কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন: এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এসময় জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ ইউসুফী, মাওলানা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মনির হোসেন কাসেমীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নেতৃবৃন্দ আসন সমঝোতার ভিত্তিতে তারা বিএনপি’র সঙ্গে সারা দেশে একমত্যের ভিত্তিতে একে অপরের সহযোগিতা করবেন।  

আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক

এছাড়া বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন- ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, সিনিয়র চেয়ারম্যান মাওলানা জুবায়ের আহমেদ, মহাসচিব মুফতী সাখাওয়াত হুসাইন রাজী, যুগ্ম-মহাসচিব মুফতী শামছুল আলম, সাংগঠনিক সম্পাদক, মুফতী মজির মুজিব, নির্বাহী সদস্য মাওলানা আবু সায়েম খালেদ, নির্বাহী সদস্য মাওলানা জাবুয়ের বিন মুহসীন, নির্বাহী সদস্য মাওলানা আলেম আল হুসাইন। জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে জানিয়েছেন, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি’র সাথে ঐকমত্যের ভিত্তিতে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন।