স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যার প্রতিবাদে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, শনিবার বিক্ষোভ ঘোষণা
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাদের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুছাব্বিরের নামাজে জানাজার আগে সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াসীন আলী ও সহসভাপতি ফখরুল ইসলাম রবিন এই কর্মসূচি ঘোষণা করেন।
আরও পড়ুন: এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
ইয়াসীন আলী বলেন, “মুছাব্বিরের হত্যাকারী দুর্বৃত্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। শনিবার ঢাকা মহানগরসহ সারাদেশে মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেফতার না হলে স্বেচ্ছাসেবক দল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।”
বুধবার রাতে সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুছাব্বির। বৃহস্পতিবার তার স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, “মুছাব্বির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে হবে। সরকার নির্বাচন আয়োজনের কথা বলেছে, আমরা সেটিকে স্বাগত জানিয়েছি। কিন্তু পরপর হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মূল অপরাধীদের গ্রেফতার না করা উদ্বেগজনক।”
তিনি আরও বলেন, “২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে এটি সরকারের সদিচ্ছার ঘাটতি হিসেবে বিবেচিত হবে। দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
হাবিব উন নবী খান সোহেল বলেন, “দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার যে আন্দোলন চলছে, কোনো হত্যাকাণ্ড বা রক্তপাত সেই আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারবে না।”
স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মীর সরাফত আলী সপু বলেন, “মুছাব্বির ছিলেন সাহসী ও দেশপ্রেমিক নেতা। তিনি বহুবার গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছেন। অতীতে তাকে গুমের চেষ্টা করা হয়েছিল।”
মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেন, “একটি মহল নির্বাচন বানচালের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।”
ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, “সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত হত্যাকারীদের খুঁজে বের না করলে স্বেচ্ছাসেবক দল নিজ উদ্যোগে খুঁজে বের করবে।”





