শরীয়তপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবক নিহত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:১০ অপরাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘটিত এই বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং ঘটনাস্থলে সোহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, পঞ্চগড়ে জেঁকে বসেছে শৈত্যপ্রবাহ

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, ভোরের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের পর দেখা যায়, একটি ঘরের দেয়াল ও ছাউনি উড়ে গেছে। পরে ঘটনাস্থলের কাছাকাছি একটি যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাটিতে কয়েকদিন ধরেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। এ কারণে পুলিশ আগে থেকেই নজরদারি বাড়িয়েছিল।

আরও পড়ুন: আদালতের এজলাস থেকে নথি চুরি, আটক ১

ওসি আরও বলেন, বিস্ফোরণের পর ঘরের ভেতর থেকে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘরের ভেতরেই বিস্ফোরণ ঘটানো বা বোমা প্রস্তুতের সময় দুর্ঘটনা ঘটতে পারে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।